পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৯৫

ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে?
ব’লে দিল কে পথ এ কালো রাতে?

এ যে কাঁটার বন, হেথা কি প্রলোভন,
ঘর ছেড়ে এলে কি আশাতে?

মোর সাঁঝের গান, মোর করুণ তান,
শুনিলে কি তুমি দূর হতে?

তব নয়নে জল, ফুলে-ভরা আঁচল
তুমি দিবে কি মোর সাথে?

গজল

১১৮