এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১০৮ ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন। বিরহে খুজিছ যারে— সে স্বপন, সে স্বপন । যাহার সৌরভে মাতি ফিরিতেছ বনে বনে ; যার লাগি শত কঁাটা বিধেছে তব চরণে ; নব প্রেম-বিকশিত সে ফুল তোমারই মন । যার লাগি প্রাণপণে সাজায়েছ আপনায় ; যার লাগি মালা গাথা চিনিলে না তারে হায় !— ভিখারির লাগি তুমি রচিয়াছ সিংহাসন । মিশ্র দেশ 〉○》