এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১
আমারে ভেঙে ভেঙে
করো হে তোমার তরী;
যাতে হয় মনোমত
তেমনি ক’রে লও হে গড়ি।
এ তরুতে নাই ফুল ফল,
শিকড়গুলি বাড়ছে কেবল;
দিয়ে আঘাত জীবন-মূলে
লও হে তারে ছিন্ন করি।
শক্ত তারে করবে ব’লে
ফেলে রেখো রৌদ্রে জলে,
পুড়িয়ে তারে কোরো বাঁকা
যখন তুমি গড়বে তরী।
যাদের ধন আছে অপার
সোনার নায়ে কোরো হে পার;
আমার বুকে করিয়ো পার
যাদের নাইকো পারের কড়ি।
তোমার ঐ মাঝ-গাঙে
এ তরীটি যদি ভাঙে
তবে সে অতল তলে
আমায় কুড়িয়ে নিয়ো হে শ্রীহরি।
ঝিঁঝিট-খাম্বাজ