এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২১ মম মনের বিজনে আমি মিলিব তব সনে ; জাগরণে যদি পথ নাহি পাও, তুমি আসিয়ে স্বপনে । আমি যাব না, তব কুঞ্জকুটিরে যাব না ; আমি চাব না, তব সাধের মালাটি চাব না ; আমি কব না, তোমারে মনের কথাটি কব না, মনোব্যথা রবে মনে। এ দুঃখ-পাথারে সুখের ভেলায় ভাসিয়ো ; এ ভবের মেলায় প্রমোদ-খেলায় হাসিয়ো ; কণ্টক যদি চরণে লাগে, আসিয়ো, আমি তুলিব সযতনে। কীর্তন