এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
ভুলো না জীবনমণি, ভুলো না আমায়;
আমি ধূলিকণা হয়ে র’ব তব পায়।
নিঠুর প্রাণে মোরে দিয়ে না বিদায়।
এনেছি অধর ভরি শত শত চুম্বন;
এনেছি হৃদয় ভরি শত শত কম্পন;
রচেছি তোমার লাগি শত শত বন্ধন;
আমি অন্ধ তোমার তৃষায়।
সুখ-প্রভাতে মোরে করিয়ো না সাথী,
রাখিয়ো সাথে শুধু দুঃখের রাতি;
জীবন-শশীর তুমি তপন-ভাতি;
আমি সুন্দর তোমার বিভায়।
দেশ। ঘনঘটার সুর
১৪৯