এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৭
কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর?
কেন গো জাগালে প্রেম পরানে আমার?
পশিয়া এ অন্তরের অন্তঃপুরে
কেন গো ডাকিলে মোরে মোহন সুরে?
চলিয়া যাইবে যদি ফেলিয়া দূরে,
কেন গো ভাঙিলে তবে শরম আমার?
তোমার দেশের আমি নাহি জানি পথ;
কোথা গেলে হায়, মম, পুরে মনোরথ?
পরাইয়া ফুলদল আমার কেশে,
চাহিয়া আমার পানে মধুর হেসে,
করিয়াছ বিদেশিনী আপন দেশে;
কেমনে হইব পার এ বিরহ অপার?
ঝাঁপতাল
১৫০