এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৮
আমি তাই ছাড়িতে সদা ভয় পাই;
তুমি থাকিলে কাছে লোকলাজ নাই।
যখন তোমারে দেখি
আপনারে ভুলে থাকি;
নয়ন মুদিলে পাছে তোমারে হারাই।
তুমি যবে যাও ছাড়ি
আপনারি ভয়ে মরি;
তোমা বিনা এ জগতে সকলি বালাই।
বেহাগ খাম্বাজ
১৫১