এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
'\రిస్రి মুরলী কঁদে রাধে রাধে ব’লে, শ্যামসুন্দর, হায়, ভাসে নয়নজলে । দেখো যমুনা-জলে শূন্ত তরী দোলে। শূন্ত ঝোলে ঝুলা নীপতরুতলে – রাধে রাধে ব'লে । কুঞ্জে নীরব পাখি, পুচ্ছ মেলে না শিখী, পবন থাকি থাকি দীরঘ নিশাস ফেলে । এসো গো মানিনী, মাধো-বিমোহিনী, এসো বিরহিণী:. এসো বঁধু-গলে— শ্যাম শ্যাম ব'লে। আশাবরী S 62