পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মনে রাখিস নিরবধি—
ভোলা মন রে আমার, মন রে আমার—
যাঁহারি নাও, তাঁরি নদী;
যে ফেলবে তোরে বানের মুখে
সেই তো তরীর কর্ণধার।

বাউল