পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৪২



সবারে বাস্‌ রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে না রে।
আছে তোর যাহা ভালো।
ফুলের মতো দে সবারে।

করি তুই আপন আপন
হারালি যা ছিল আপন;
এবার তোর ভরা আপণ
বিলিয়ে দে তুই যারে তারে।

যারে তুই ভাবিস ফণী,
তারো মাথায় আছে মণি;
বাজা তোর প্রেমের বাঁশি—
ভবের বনে ভয় বা কারে?

সবাই যে তোর মায়ের ছেলে;
রাখবি কারে, কারে ফেলে?
একই নায়ে সকল ভায়ে
যেতে হবে রে ও-পারে।

ভৈরবী

১৭০