পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ওহে নীরব,
এসো নীরবে।
গোপন পরানে মম
গোপনে রবে।

নিশির শিশির সম
পশো হে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম,
তব সৌরভে।

তোমারে পাইলে আমি
কারেও কব না স্বামী,
র'ব নীরবে দিবস-যামী
তব গরবে।

বেহাগ