পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কুরূপের তীক্ষ্ণ বাণে
যদি তোর হৃদয় হানে,
চেয়ে দেখ্‌ নিশীথিনীর
নয়ন সুনিটোল।

আছে তোর গানের তরী,
আছে তোর প্রেমের হরি,
ভুলে যা ঝড়ের বাধা,
খোল্‌ রে নোঙর খোল্‌।
ভোল্‌ রে ভোলা, ভোল্‌।

ভৈরবী

১৭৬