পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৬৯

আয় আয়, আমার সাথে ভাসবি কে আয়।
আজ আমার জোড় লেগেছে ভাঙা ভেলায়।

ওই দেখ্‌ চাঁদের আলো, ওই শোন্‌ কলকল;
কেমনে থাকবি বল্‌ শুকনো ডাঙায়?
আয় তোরা কুলকুলানো কুল-ভুলানো এই দরিয়ায়।

নায়ে মোর নাই কিছু নাই, তাই সবার লাগি হবে রে ঠাঁই।
ভুলেছি কুলের বালাই ভেসেছি তাই।
কে তোরা বাঁধা বাটে? কে তোরা বাঁধা ঘাটে!
সুখেতে থাকিস যদি থাক্‌ তোরা ভাই;
যার আঁখি ছলছল, আয় রে এ নায়।

ওই দেখ্‌ সুরধুনী ছোটে কার ডাকটি শুনি;
আমিও ডাক শুনেছি—'আয় আয় আয়'।
চল্‌ আজ স্রোতের সনে ছুটি সেই ডাকের পানে,
যেখানে জীবন মরণ সব ভেসে যায়।
যেখানে যাবে জানা সেই অজানায়।

মিশ্র কালাংড়া

১৯৯