এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭১
আনন্দে রুমক ঝুমু বাজে,
বাজে গো বাজে।
সুন্দর সাজে
চিত্ত-'পরে নৃত্য করে সে নৃত্যরাজে।
কুঞ্জবন মুঞ্জরিল,
পুলকে অলি গুঞ্জরিল,
নীপমূলে দুলে দুলে শিখীকুল নাচে।
কাজল মেঘে বিজলি-সম
জীবনে মম সে অনুপম;
বংশী তার বাজে মনোমাঝে।
লক্ষ্যহীন লক্ষ আশা বক্ষেতে বিরাজে।
খাম্বাজ
২০১