এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२०७ ➢ዓ&» আজ আমার শূন্ত ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর । আজ আমার সোনার বধু এল আপন ঘর, ওগো অনেক দিনের পর । আজ আমার নাই কিছু কালো, পেয়ে আজ উজল মণি সব হল আলো । আজ আমার নাইকো কেহ পর, সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর— অনেক দিনের পর । মনে পড়িল তা কি ? এতদিন যে দ্রুয়ার খুলে ছিকু একাকী । বুঝি ভিজিল আঁখি । আর ছেড়ে যেয়ে না বঁধু জন্মজন্মান্তর, ওগো আমার সুন্দর। কীর্তন