পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৭৮

সবাই কত নূতন কথা কয়।
আমার পুরান কথা এখনো তো বলা হল না।
সবাই করে নূতন পরিচয়,
আমার আপন জনে এখনো তো জানা হল না।

সবাই ঘোরে দেশবিদেশে নূতন তল্লাসে;
আমি আছি ঘরে ব’সে—
আমার পুরান বঁধু এখনো তো ঘরে এল না।

সবাই কুড়ায় নূতন কড়ি,
আমি হারাধনের গর্ব করি;
আমার পুরান দিনের পুরান কথা এখনো তো পুরান হল না।

সবার গরব সিংহাসনে,
আমার গরব তপোবনে;
আমার সেই শান্তিমাখা পুরাতনের কোথায় তুলনা?

সবাই কহে, নূতন সুরে গাও,
নূতন প্রেমের নূতন গান শুনাও;
আমি যে গো করতে নারি আর মনের সাথে গানের ছলনা।

২০৮