পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b"> এ আঁধারে কেন আসে, কেন হাসে, কেন মিশে যায় বিজলি ? জনমের সুখ, জনমের তুঃখ— মরুমায়া কি গো সকলি ? হেথা যত চাই তত পাই না ; যত পাই তত চাহি না ; যত জানি তত জানি না ; অন্ধ নয়ন, তবু দেখিবার আকুল পিয়াসা কেবলি । যাহারে বলি মোরা ভালোবাসা— আপন পূজা, নিজ মুখের আশা । প্রাণের শোণিতে পালন করি হায়, তুদিনে আশাগুলি কোথা যে উড়ে যায় ; নীরব সাগরে, নীরব শৈলশিরে প্রাণপাখি কঁাদে— কোথায় গেলি ? मिथ कांनांख्न ২১২