এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮২
হৃদে জাগে শুধু বিষাদরাগিণী,
কেমনে গাহিব হরষ-গান?
আমায় বোলো না, বোলো না গাহিতে গান।
সংসারের মহোৎসবে কভু এই ক্ষীণ কণ্ঠ
আপন উল্লাসে গাহিত গান;
এবে নয়নে অশ্রু, লয়ে হাসির ভান
কেমনে গাহিব হরষ-গান?—
আমায় বোলো না, বোলো না গাহিতে গান।
পিলু বারোয়াঁ
২১৩