এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গীতিমুখর তরুডালে
তব দূত অমৃত ঢালে;
পুষ্প দোলে তব তালে,
অম্বরে নাচে চকোর।
ভক্তকণ্ঠে তুমি ভক্তি,
বীরকরে নব শক্তি;
সুর নর কিন্নর, বিশ্ব চরাচর,
তব মোহমন্ত্র-বিভোর।
মিশ্র আশাবরী
২২৪