এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ե যারা তোরে বাসলো ভালো, যারা দিল প্রাণে ব্যথা, যাবার আগে বন্ধু জেনে সবার পায়ে নোওয়া মাথা । যাদেরই তুই পর ভাবিলি, যাদের চোখে জল আনিলি, ক্ষমা চেয়ে সবার পায়ে জানা রে আজ প্রাণের কথা ।
জীবনে যা পাবার ছিল, সবাই তোরে তাই তো দিল ; যা পেলি তার চরণ-ধুলি— আর তবে তোর ভাবনা কোথা ? পাবার বাকি আছে যাহা পাবি না তুই হয়তো তাহা । খুলিস না আর খেয়ার ঘাটে পাওয়া-দেনার জমার খাত । , ভীমপল৷ি