এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯
তব পারে যাব কেমনে, হরি!
দুস্তর জলধি, নাহি তরী।
আছি বসে একা ভবতীরে,
ঘোর তিমির ঘন গগন আছে ঘিরে,
বলো বলো কেমনে এ নিধি তরি।
আছি আঁধার-পানে শ্রবণ পাতি,
যদি আসে হেথা তরঙ্গ আঘাতি
তব তরী
সে আশে ধৈরজ ধরি।
নায়েকী কানাড়া
১২