পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৩

কিষান ভাই, তুমি, কি ফসল ফলাবে এমন মাঠে?
কে বলো কিনিবে তারে ভবের ভরা হাটে?

এ জীবন-জমিন বড়ই ঊষর,
বরষ বরষ বরষে তবু ধুলায় ধূসর,
তাই নিরাশ হয়ে বসে আছি মনের মলিন বাটে।

খুব গভীর ক'রে দাও লাঙলের চির,
ঢালো তাহে যত পারো নয়ন-কূপের নীর;
লাগে লাগুক হলের খোঁচা, চরণ রেখো বাঁটে।

তুমিই জানো, ওহে হলধর,
কি দিয়ে ভরিবে আমার খালি গোলাঘর;
শেষে ক’রে বোঝাই, ভেবে না পাই, নে যাবে কোন্‌ ঘাটে!

ভাটিয়ালী

১৭