এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
তোর কাছে আসব মা গো,
শিশুর মতো;
সব আবরণ ফেলব দূরে
হৃদয় জুড়ে আছে যত।
দৈন্য যে মা, মনের মাঝে,
ঘুচবে না তা মিথ্যা সাজে;
সব আভরণ করব খালি,
দেখবি মা গো, মনের কালি;
শূন্য যে মোর প্রেমের থালি
তাই চরণে করব নত।
মারবি মা গো, যতই মোরে,
ডাকব আমি ততই তোরে।
ধরব যখন জড়িয়ে হাত
দেখব কেমন করবি আঘাত—
তখন মা তুই, পাবি ব্যথা
ব্যথা দিতে অবিরত।
১৮