পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এসো তুমি ভবের মেলায়,
এসো আমার ধুলা-খেলায়;
পাই যেন নাথ, তোমায় কাছে
সকল টানে—
মন নাহি মানে।

ভৈরবী

২১