এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
আমার আবার যখন প্রভাত হবে,
মেঘগুলি সব সরে যাবে,
এমনি করে রাঙিয়ো নাথ,
আমায় এমনি করে রাঙিয়ো।
ঘুমটি আমার পাখির ডাকে
নবীন ভানুর তরুণ রাগে
এমনি করে ভাঙিয়ো নাথ,
এমনি করে ভাঙিয়ো।
অশ্রু-ঝরা মেঘের মালা
সাজায় যেমন গিরির গলা,
তেমনি আমার আশার মালা
তোমার গলায় পরিয়ো নাথ,
তোমার গলায় পরিয়ো।
বহুদিনের তপে সতী
পাষাণ ভেদি পেল পতি;
তেমনি জীবন-পাষাণ ভেঙে
আমার পরানখানি মাগিয়ো নাথ,
পরানখানি মাগিয়ো।
ভৈরবী
২৬