এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
মানুষ যখন চায় আমারে, তোমারে চাই নে হরি।
তাইতে বুঝি দাও না ধরা যখন তোমায় খুঁজে মরি?
নও তো শুধু ব্যথার ব্যথী, তুমি যে মোর চিরসাথী;
যখন থাকি সুখের মোহে সেই কথা যে যাই পাসরি।
বিফল ধন রতন খুঁজি হারাই আমি ঘরের পুঁজি;
তাই তো আমি ঘাটে এসে পাই নে খুঁজে পারের কড়ি।
এবার যখন ডাকবে তারা দিব না দিব না সাড়া;
যখন তারা টানবে আমায় র’ব তোমার চরণ ধরি।
বাউল
৩০