পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২৬

দাও হে ওহে প্রেমসিন্ধু, দাও এ নবীন যুগলে
তোমার প্রেমের মধুর বিন্দু সুর-নর-চিত-বাঞ্ছিত।

যে প্রেমের শুধু প্রেম পরিণাম,
তোমাতে উদয় তোমাতে বিরাম,
বিষয়-বাসনা, ধন জন মান— যে প্রেম করে না লাঞ্ছিত।

দুইটি হৃদয় হয়ে একাকার
স্বার্থের বাঁধ করিয়া বিদার
বিশ্বের বুকে চলুক উদার কখনো না হয়ে কুঞ্চিত।

টেনে লও ওহে প্রেম-পারাবার,
তব শুভ কোলে হৃদি দু জনার,
তোমার মধুর কঠোর শাসনে কখনো কোরো না বঞ্চিত।

খট্‌

৩২