পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২৮

হরি, তোমারে পাব কেমনে?
যেতেছে সময়, ওহে দয়াময়, দয়া করো দীন জনে।

ভুলেছিনু যবে ভবের খেলায়
হারাইনু কত সুদিন হেলায়,
বুঝি নাই প্রভু, চলিবে না কভু তোমার চরণ বিনে।

বুঝাইলে হরি, বুঝালে এবার,
সবাকার হতে তুমি আপনার;
তোমারে পাইলে সরস সংসার, বিরস তোমা বিহনে।

তাপিত চিতে এ মিনতি করি,
লুকাইয়ে আর থাকিয়ো না, হরি,
দেখিলে তো তুমি তোমারে পাসরি কাটাই দিন কেমনে।

কাটো হে আমার স্বার্থের পাশ,
তব-প্রিয় কাজে করো মোরে দাস,
সাধো এ জীবনে তব অভিলাষ হরষে কিম্বা বেদনে।

সুরট মল্লার

৩৪