এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
বুঝেছি হে ছদ্মবেশী, ছলনা তোমার,
আর না ডরিব আমি, ভুলিব না আর।
দরশনে রুদ্র তুমি, অন্তরেতে শিব;
দুঃখবেশী সুখ তুমি, বিপদে বিভব।
অনলে পরখি লহ জীবন সবার;
দহিয়া রাঙাও তারে, কর না অঙ্গার।
কুটীরে নিবাস তব, ওহে মহারাজ,
প্রাসাদে ধর হে তুমি দরিদ্রের সাজ।
মৃত্যুর বিভূতি অঙ্গে, কণ্ঠে মৃত্যুহার;
মৃত্যুঞ্জয়, জীবনের তুমি মূলাধার।
নিজেরে লুকাও তুমি কত আবরণে;
পাই নি ধরিতে তোমায় শত আহরণে।
দস্যুবেশে এলে গৃহে ভাঙিয়া দুয়ার—
এবার পড়িলে ধরা হে বন্ধু আমার!
সিন্ধু কাফি
৪২