পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৩৯

সংসারে যদি নাহি পাই সাড়া,
তুমি তো আমার রহিবে?
বহিবারে যদি নাহি পারি এ ভার,
তুমি তো, বন্ধু, বহিবে।

কলুষ আমার দীনতা আমার
তোমারে আঘাত করে শতবার;
আর কেহ যদি না পারে সহিতে,
তুমি তো, বন্ধু, সহিবে।

যাক ছিঁড়ে যাক মোর ফুলমালা,
থাক্‌ পড়ে থাক্‌ ভরা ফুলডালা,
হবে না বিফল মোর ফুল তোলা—
তুমি তো চরণে লইবে।

দুঃখেরে আমি ডরিব না আর,
কণ্টক হোক কণ্ঠের হার;
জানি তুমি মোরে করিবে অমল
যতই অনলে দহিবে।

ভৈঁরো

গীতি ৪
৪৫