পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৪১

হে দীনবন্ধু, পার করো।
পার করো তরী, পার করো, পার করো।
বিশাল সিন্ধু দুস্তর—পার করো।

ভাঙা এ ভেলা আমি একেলা;
দূরে গরজে জলধর।
হে ভয়হারী, ভয় হরো।

মোহ-কুয়াশায় দিক নাহি ভায়,
হে ভবমাঝি, হাল ধরো।

জীবনতরী কলুষে ভরি,
শূন্য করি' তব ঠাঁই করো,
হে দীনত্রাতা, দীনে তরো।

ভৈরবী

৪৭