পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪২

হরি হে, তুমি আমার সকল হবে কবে?
আমার মনের মাঝে ভবের কাজে মালিক হয়ে রবে—কবে?

আমার সকল সুখে সকল দুখে
তোমার চরণ ধরব বুকে,
কণ্ঠ আমার সকল কথায়
তোমার কথাই ক’বে।

কিনব যাহা ভবের হাটে
আনব তোমার চরণ-বাটে;
তোমার কাছে হে মহাজন,
সবই বাঁধা র'বে— কবে?

স্বার্থ-প্রাচীর ক'রে খাড়া
গড়ব যবে আপন কারা
বজ্র হয়ে তুমি তারে
ভাঙবে ভীষণ রবে।

পায়ে যখন ঠেলবে সবাই,
তোমার পায়ে পাইব ঠাঁই;
জগতের সকল আপন হতে
আপন হবে কবে?

৪৮