পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৪৫

দিয়েছিলে যাহা গিয়াছে ফুরায়ে,
ভিখারির বেশ তাই।
ফুরায় না যাহা এবার সে ধন
তোমার চরণে চাই।

সুখ আমারে দেয় না অভয়,
দুঃখ আমারে করে পরাজয়।
যত দেখি তত বাড়িছে বিস্ময়—
যাহা পাই তা হারাই।

ভবের মেলায় কতই খেলনা
কিনিলাম, তবু সাধ তো গেল না।
ঘাটে এসে দেখি কিছু নাই বাকি—
কে দিবে তরীতে ঠাঁই।

দাও হে বিশ্বাস, দাও হে ভকতি,
বিশ্বের হিতে দাও হে শকতি।
সম্পদে বিপদে তব শিবপদে
স্থান যেন সদা পাই।

পূরবী

৫২