এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
@ 8 আমি বাধিকু তোমার তীরে তরণী আমার । একাকী বাহিতে তারে পারি নে যে আর । প্রভাতহিল্লোলে ভুলে, দিয়েছিকু পাল তুলে, ভাবি নি হবে সহসা এমন আঁধার । , ঝড়েতে বাধন টুটে দিশাহারা একু ছুটে, তাই তরী তব তটে লাগিল এবার । এখনো যা-কিছু আছে, তুলে লহে তব কাছে, রাখে। এই ভাঙা নায়ে চরণ তোমার । भिर्थ थांश्वांछ