পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وعلاوي) আজি এ নিশি, সখী, সহিতে নারি। কেবলই পড়িছে মনে যমুনা-বারি। এমনি সোনার তরী ভেসেছিল নভোপরি— নাহিক শ্যামের তরী, নাহি বাশরী। ছিল গো সেদিন, সখা, হেন যামিনী । আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু. আছে নিশা, নাহি শুধু অভিসারী। মিলনমধুর নিশি আসিবে না আর ; আজি এ চাদিনী ধরা বিরহ-বেদন-ভরা, আকাশের গ্রহ তারা শ্যাম-ভিখারী । cवहांगं v>