পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৬৬

সন্ধ্যাতারা জ্বলিছে গগনে—
আয় আয় চাঁদিয়া!
আন গো সজনী, মধুর রজনী
সোনার তরণী বাহিয়া।

তাপিত আমি তপ্ত তপনে;
সুপ্তিসংগীত গেয়ে যা গোপনে।
কনক শ্রাবণে এ মরু-জীবনে
ঢেলে দে স্বপন-অমিয়া।

আকাশ ভাসায়ে মধুর গানে
পাখিরা উড়ে যায় সুদূর বনে।
আমার আশাগুলি উড়িছে দিশা ভুলি,
গোধূলি এল, আয় নামিয়া।

পুরবী

৭৬