এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮
যাব না, যাব না, যাব না ঘরে,
বাহির করেছে পাগল মোরে।
বনের বিজনে মৃদুল বায়,
দুলে দুলে ফুল বলে আমায়,
ঘরের বাহিরে ফুটিবি আয়
পুলক-ভরে।
আকাশের দু তীরে দু বেলা
আলো কালো করে হোলিখেলা;
আমারো পরানে লেগেছে রঙ
কালোর 'পরে।
নীল সরে হেমতরী-'পরে
হাসে নব বিধু লাজ-ভরে।
'এসো বঁধু' ব'লে ডাকে মোরে
মোহন সুরে।
নটমল্লার
৭৮