পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 জল বলে, চল মোর সাথে চল, কখনো তোর তর্মাখিজল হবে না বিফল । চেয়ে দেখ, মোর নীল জলে, শত চাদ করে টলমল । বধুরে আন ত্বরা করি, কুলে এসে মধু হেসে ভরবে গাগরি ; ভরবে প্রেমে হৃৎকলসী, করবে ছলছল । মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল, সে অতলে সদা জলে রতন উজল । এই বুকে ফোটে সুখে হাসিমুখে শতদল ; নহে তীরে, এই নীরে হ’বি রে শীতল । कृtछौं