এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৩
ওদের কথায় ধাঁদা লাগে,
তােমার কথা আমি বুঝি।
তােমার আকাশ তােমার বাতাস
এই তাে সবি সােজাসুজি॥
হৃদয়-কুসুম আপনি ফোটে,
জীবন আমার ভরে ওঠে,
দুয়ার খুলে চেয়ে দেখি
হাতের কাছে সকল পুঁজি॥
সকাল-সাঁঝে সুর যে বাজে
ভুবন-জোড়া তােমার নাটে,
আলাের জোয়ার বেয়ে তােমার।
ভরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,
এই তো দেখি রাত্রিদিবা—
ঘরেই তােমার আনাগােনা,
পথে কি আর তােমায় খুঁজি॥
২ চৈত্র ১৩২০
৯২