পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮০

তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে,
নিশিদিন অনিমেষে দেখছ মােরে।
আমি চোখ এই আলােকে মেলব যবে
তােমার ওই চেয়ে-দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারি তরে॥

ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি,
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি।
সেদিনে ধন্য হবে তারার মালা,
তােমার এই লােকে লােকে প্রদীপ জ্বালা,
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে॥

১৩ চৈত্র [১৩২০]

১০০