এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৩
এই তো তােমার আলােক-ধেনু
সূর্যতারা দলে দলে;
কোথায় বসে বাজাও বেণু,
চরাও মহা-গগনতলে।
তৃণের সারি তুলছে মাথা,
তরুর শাখে শ্যামল পাতা,
আলােয়-চরা ধেনু এরা।
ভিড় করেছে ফুলে ফলে॥
সকালবেলা দূরে দূরে
উড়িয়ে ধূলি কোথায় ছােটে।
আঁধার হলে সাঁজের সুরে।
ফিরিয়ে আন আপন গােঠে।
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
মাের জীবনের রাখাল ওগাে
ডাক দেবে কি সন্ধ্যা হলে।
১০ জ্যৈষ্ঠ [১৩২১]
রামগড়
১২৪