পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৬

এরে  ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে।
হাসিতে আকাশ ভরিলে॥
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,
ঝুলি ভরি রাখে যাহা কিছু পায়,
কতবার তুমি পথে এসে হায়
ভিক্ষার ধন হরিলে॥

ভেবেছিল, চির-কাঙাল সে এই ভুবনে।
কাঙাল মরণে জীবনে।
ওগাে মহারাজা, বড়াে ভয়ে ভয়ে
দিনশেষে এল তােমার আলয়ে,
আধেক আসনে তারে ডেকে লয়ে
নিজ মালা দিয়ে বরিলে।

জ্যৈষ্ঠ ১৩২১ রামগড়

১২৭