পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১০

আমার প্রাণের মাঝে যেমন ক’রে
নাচে তােমার প্রাণ
আমার প্রেমে তেমনি তােমার প্রেমের
বহুক-না তুফান।
রসের বরিষনে
তারে মিলাও সবার সনে,
অঞ্জলি মাের ছাপিয়ে দিয়ে
হােক সে তােমার দান॥


আমার হৃদয় সদা আমার মাঝে
বন্দী হয়ে থাকে।
তােমার আপন পাশে নিয়ে তুমি
মুক্ত করে তাকে।
যেমন তােমার তারা,
তােমার ফুলটি যেমন ধারা,
তেমনি তারে তােমার করাে
যেমন তােমার গান॥

৫ জ্যৈষ্ঠ ১৩২১ রামগড়

১৩১