পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

এ কী গভীর, এ কী মধুর,
এ কী হাসি পরান-বঁধুর,
এ কী নীরব চাহনি,
এ কী ঘন গহন মায়া,
এ কী স্নিগ্ধ শ্যামল ছায়া
নয়ন-অবগাহনি।
লক্ষ তারের বিশ্ববীণা
এই নীরবে হয়ে লীনা
নিতেছে সুর কুড়ায়ে।
সপ্তলােকের আলোেক-ধারা
এই ছায়াতে হল হারা,
গেল গাে তাপ জুড়ায়ে।
সকল রাজার রতন-সজ্জা।
লুকিয়ে গেল পেয়ে লজ্জা
বিনা-সাজের কী বেশে।
আমার চির-জীবনেরে
লও গো তুমি লও গাে কেড়ে
একটি নিবিড় নিমেষে॥

১৯ চৈত্র ১৩১৮ শিলাইদহ

১৪