পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৮

ভেলার মত বুকে টানি
কলমখানি
মন যে ভেসে চলে।
ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে
কূলে কূলে
স্রোতের কলকলে।
ভবের  স্রোতের কলকলে॥

এবার কেড়ে লও এ ভেলা,
ঘুচাও খেলা
জলের কোলাহলে।
অধীর  জলের কোলাহলে।
এবার তুমি ডুবাও তারে
একেবারে
রসের রসাতলে।
গভীর  রসের রসাতলে॥

১৫ সেপ্টেম্বর ১৯১৩

S. S. city of Lahore

মধ্যবরণী সাগর

৫৩