এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৯
বাজাও আমারে বাজাও।
বাজালে যে সুরে প্রভাত-আলােরে
সেই সুরে মােরে বাজাও।
যে সুর ভরিলে ভাষা-ভােলা গীতে
শিশুর নবীন জীবন-বাঁশিতে,
জননীর মুখ-তাকানাে হাসিতে
সেই সুরে মােরে বাজাও॥
সাজাও আমারে সাজাও।
যে সাজে সাজালে ধরার ধূলিরে
সেই সাজে মােরে সাজাও।
সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
শুধু আপনারি গােপন গন্ধে,
যে সাজ নিজেরে ভােলে আনন্দে
সেই সাজে মােরে সাজাও॥
১৪ সেপ্টেম্বর [১৯১৩]
S. S. city of Lahore
মধ্যধরণী সাগর৫৪