এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পরানে ঢেউ তুলেছিল
কেন দিনের জ্যোতি।
তোমার কাছে আমার এই মিনতি॥
সাঙ্গ যবে হবে
ধরার পালা
যেন আমার গানের শেষে
থামতে পারি সমে এসে,
ছয়টি ঋতুর ফুলে ফলে
ভরতে পারি ডালা—
এই জীবনের আলোকেতে
পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায়
আমার গলার মালা।
সাঙ্গ যবে হবে ধারার পালা॥
১৮ সেপ্টেম্বর ১৯১৩
S. S. city of Lahore
রােহিত সাগর৫৬