পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫১

প্রভু,  তোমার বীণা যেমনি বাজে
আঁধারমাঝে
অমনি ফোটে তারা।
যেন  সেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনি ধারা॥

তখন  নূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে।
তখন  স্তরে স্তরে আলোকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে॥

তখন  তোমারি সৌন্দর্যছবি,
ওগো কবি,
আমায় পড়বে আঁকা-
তখন  বিস্ময়ের রবে না সীমা,
ঐ মহিমা
আর যাবে না ঢাকা॥

৬৯