এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৬
সভায় তােমার থাকি সবার শাসনে।
আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।
তাকায় সকল লােকে,
তখন দেখতে না পাই চোখে
কোথায় অভয় হাসি হাস আপন আসনে॥
কবে আমার এ লজ্জাভয় খসাবে,
তােমার একলা ঘরের নিরালাতে বসাবে।
যা শােনাবার আছে
গাব ঐ চরণের কাছে,
দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শােনে॥
১২ ফাল্গুন ১৩২০
শিলাইদহ
৭৫