পাতা:গোপাল কামিনী.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ৯ ৩ তৎপরে কমল কহিল “ ওহে ভাই য়্যারমামুদ ও সব কথা থাকুক এখন একটা কথা জিজ্ঞাসা করি, কহিতে পার ?” য়্যারমামদ&কহিল, “ তার আটক কি? জানিলে অবশ্যই বলিব”। এই কথায় কমল কহিল, “ দেখ! আমারদের প্রতিবাদী গোপাল নামক একটি তের বৎসর বয়সের বালক কালি অবধি কোথায় গিয়াছে, কিছুই সন্ধান পাওয়া যাইতেছে না। তাহার ভগিনী ত ভাইয়ের জন্য অন্ন জল পরিত্যাগ করিয়াছে। বাট হইতে বাহির হইয়া অবধি কত লোককে জিজ্ঞাসা করিলাম, কেহই কোন সংবাদ কহিতে পারিল না। তুমি কি তাহার বিষয় কিছু জান ? আমি তাহার জন্য বড়ই উৎকণ্ঠিত আছি”। য়্যারমামুদ কহিল, “ জানিব না কেন ? আমি ত" কালি তাহাকে চোরাই নোট শুদ্ধ গেরেপ্তার করিয়া থানায় চালান দিয়াছি । কমল কহিল, “ চোরাই নোট কি ড়ে? তবে সে নয়, আর কেহ হইবেক”। য়্যারমামুদ